পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে PSC New Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে। আসুন দেখে নি কি কি পদে আবেদন চলছে। WBPSC Veterinary Officer Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। কোনোরকম ভাবেই অফলাইনে কিংবা ইমেলের মাধম্যে আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ৩১/০১/২০২৩ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নীচে আবেদন করার অফিশিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণীর আবেদন কারীর জন্য কোনরকম আবেদন ফিস লাগবে না, এবং বয়সের ক্ষেত্রেও ছাড় তো থাকছেই।
পদের নাম:
Veterinary Officer
মোট শূন্যপদ:
মোট ১৫৮ টি শূন্যপদ
মাসিক বেতন:
শুরু ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত (প্রতি মাসে)
আবেদনের শেষ তারিখ:
২০/০২/২০২৩ (দুপুর ৩টা)
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে, ০১/০১/২০২২ অনুযায়ী
নিয়োগ পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধম্যে
আবেদন মূল্য:
২১০ টাকা জেনারেল দের জন্য। সংরক্ষিত শ্রেণীর কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Apply Link: Click
Official Notification: Click here